বিশেষ প্রতিবেদক,কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী মাষ্টার প্যারেড,পুলিশ সদস্যদের দিকে নির্দেশনা প্রদান,মাসিক কল্যাণসভা,অবসরজনিত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ সেপ্টেম্বর-২০২১) সকাল ৮ ঘটিকার সময় জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাষ্টার প্যারেডে উপস্থিত হয়ে অভিবাদন গ্রহন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এ সময় তিনি মাষ্টার প্যারেড পরিদর্শণ সহ উপস্থিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন। পরে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও আগষ্ট/২০২১ মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার জেলার সকল ইউনিটের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধান করতে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
মাসিক কল্যান সভা শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের ৬জন পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বিদায়ী পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা,সম্মাননা স্ম,ারক ক্রেস্ট ও উপহার তুলে দেন। এ সময় তিনি কুড়িগ্রাম জেলা পুলিশ তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন