কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী নৌ-বন্দর পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরি। রোববার দুপুর ২টায় কেবিন ক্রজার-৩ তে সচিব নৌবন্দর পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
পরিদর্শনকালে কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের পরিচালক মোঃ শাহজাহান, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, ড্রেজিং বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছাইদুর রহমান, চিলমারী নদীবন্দর প্রকল্প পরিচালক শফিউল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *