ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডে একসাথে আগামী ৭ আগষ্ট রোববার সকাল ১১টায় লাখো কন্ঠে শপথবাক্য পাঠ ও জনসচেতনতামূলক সমাবেশ এর মাধ্যমে কমলগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা হবে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী আয়োজনের প্রস্তুতি চলছে জোরেশোরে। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে বিভিন্ন ষ্টেক হোল্ডারদের নিয়ে দফায় দফায় সভা করছেন। অনুষ্ঠানটি সফল করতে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। ইতিমধ্যে কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১০ জন সরকারি কর্মকর্তাকে তদারকির জন্য ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১টি শিক্ষা প্রতিষ্ঠানকে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া একই সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানেও শপথবাক্য পাঠ করা হবে। নির্ধারিত সময়ে সমাবেশ স্থলে উপস্থিত থেকে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নিতে এবং বাল্য বিবাহমূক্ত কমলগঞ্জ গড়তে সহায়তা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন। উপজেলার ৯০টি ভেন্যুতেই উপস্থিত থাকবেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, পেশাজীবিসহ সকল স্থরের মানুষ। প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি তারা সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব না হলে, সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের কাজ সম্ভব হবে না। বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে জনপ্রতিনিধি ও নিকাহ্ রেজিষ্ট্রেশনের সঙ্গে সম্পৃক্তরা গুরু দায়িত্ব পালন করতে হবে। “কুঁড়িতে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়”- এ চেতনা ও কথা আমাদের মধ্যে জাগ্রত রাখতে হবে। ১৮ বছরের আগে কোন কাজী বিয়ের কাবিন রেজিস্ট্রি করলে বাল্যবিবাহ আইনে জেল খাটতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেয়া হবে।