মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি:
সম্প্রতি প্রকাশ পেয়েছে ব্রেন এন্ড লাইফ হসপিটালের ভাইয়ারে সিনেমার ফাস্ট লুক ও সেকেন্ড লুক ইতিমধ্যে দুইটি লুকই দর্শকের মনে যেনো আশার আলো বুনে ফেলেছে বিশ্বাস স্থাপন হয়েছে আসছে পরিবার নিয়ে দেখার মতো ভালো ১টি ছবি,চলচ্চিত্রটির কাহিনী,সংলাপ,গীত ও চিত্রনাট্য করেছেন আহমেদ ইউসুফ সাবের,প্রযোজনা করেছেন মোঃ ফখরুল হোসেন,পরিচালনায় রকিবুল আলম রকিব,পরিচালক বলেন গান ও গল্পের ভাইয়ারে ছবিটি মাটিও মানুষের ছবি,জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এক সংগ্রামী মানুষের ছবি এই ছবিটি দর্শকের মনে জায়গা করে নিবেন রাসেল মিয়া সহ সকল শিল্পীরাই অসাধারণ অভিনয় করেছেন আমি পরিচালক নিজেই কান্না করে দিয়েছিলাম জেলখানার একটি দৃশ্যের শুটিং করার সময়, ভাইয়ারে সিনেমায় অভিনয় করেছেন রাসেল মিয়া,এ্যালিনা শাম্মি,সাখাওয়াত সাগর,যারা,সিমান্ত আহমেদ,বর্দা মিঠু,শবনম পারভিন,পীরজাদা হারুন,সুজন রাজা সহ আর-ও অনেকে খুব শিঘ্রই চলচ্চিত্রটি প্রেক্ষা গৃহে মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ ।