মো: নাজমুল হুদা মানিক ॥
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্দোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার পুত্র মরহুম মাহবুবুল হক শাকিলের ৫ম মৃত্যু দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর সকাল ৮টায় ময়মনসিংহ নগরীর ভাটিকাশর কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ¦ রেজাউল হাসান বাবু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইনুল হক, সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, সম্মানিত সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, এডভোকেট জিয়াউল হক সবুজ, মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রহমান হোসাইন আল তাজ, আওয়ামীলীগ নেতা এডভোকেট তাজুল ইসলাম খোকন, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ন-আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, আলহাজ্ব রফিকুল ইসলাম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, যুবলীগ নেতা ইমরান জামান বাবু, মাজহারুল ইসলাম ছোটন, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, যুবলীগ নেতা এডভোকেট আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই, সজিব ওয়াজেদ জয় পরিষদ ময়মনসিংহ বিভাগের সাধারন সম্পাদক রুবেল শিকদার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিকাল ৪টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাদ আছর পরিবারিক ভাবে বাঘমারা জামে মসজিদে মিলাদ মাহফিল ও এতিমখানায় পবিত্র কোরআনখানীর মাধ্যমে দোয়া করা হয়।