কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বাজারে কয়েকটি মোটর সাইকেলে সশস্ত্র মহড়া দেওয়ার সময় এলাকাবাসী একজনকে আটক করে অন্যরা পালিয়ে যায় । আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও পকেট এ থাকা জাতীয় পরিচয় পত্রের সূত্রে জানা যায় অস্ত্রধারী আটককৃত ব্যক্তির নাম, মোঃ হযরত আলী,(৩৫) পিতা আব্দুল আজিজ, বাসা হোল্ডিং নং ৮৩/১ গ্রাম কোটবাড়ি, ডাকঘর, মিরপুর ১২১৬, মিরপুর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
আজ বৃহস্পতিবার বিকেলে কয়েকজন ব্যক্তি রতিগ্রাম বাজারে এসে তাইজুল চেয়ারম্যান এর খোঁজ করলে তার গতিবিধি দেখে এলাকাবাসী সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে কোমরের মধ্যে গুনা দিয়ে পেঁচানো একটি দেশীয় রামদা পাওয়া যায়। তারপর খবর পেয়ে সন্ধ্যা ৬.৩০ মিনিটে রাজারহাট উপজেলার সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা বেগম ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনাস্থলে উপস্থিত হলে চেয়ারম্যান ও এলাকাবাসী আটককৃত ব্যক্তি কে পুলিশের কাছে হস্তান্তর করেন।