লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট শহরে বেড়েই চলছে বাই সাইকেল ও ছিঁচকে চুরি। গত ১৯ অক্টোবর বেলা ১১.৩০ টার দিকে লালমনিরহাট শহরের ভোকেশনাল মোড়ের বাইতুল ফালাহ জামে মসজিদ থেকে পত্রিকা ব্যবসায়ী আবদুল হাকিম এর বিএসএ বাইসাইকেলটি চুরি হয়েছে। আব্দুল হাকিম বাইসাইকেল রেখে মসজিদের শৌচাগারে গেলে সেটি নিয়ে দ্রুত চম্পট দেয় দুই চোর। যা বাইতুল ফালাহ জামে মসজিদের সিসিটিভির ফুটেজে রেকর্ড হয়। এঘটনায় ভুক্তভোগী আব্দুল হাকিম গত ২০/১০/২০২১ ইং লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। গত বৃহস্পতিবার লালমনিহাট মিশন মোড়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখায় উজ্জল ( ৪২) নামের একজন বাইসাইকেল রেখে কাজ সেরে আসার পড়ে সেটা আর খুঁজে পায়নি। এ বিষয়ে লালমনিরহাট মিশন মোড় অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক অতুল চন্দ্র রায় বলেন, ঘটনাটি জেনেছি, সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। এছাড়াও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক ব্যাক্তিকে লালমনিরহাটের বিডিআর গেটের পার্শ্বে অচেতন করে তার রোজগারের একমাত্র ইজি বাইকটি ও পকেটে থাকা সারাদিনের রোজগারের টাকা নিয়ে গেছে ছিঁচকে চোর। আবু বক্কর সিদ্দিক পড়ে ছিলো অচেতন অবস্থায়। পড়ে স্হানীয় পথচারীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। এবিষয়ে সচেতন মহলের ধারণা উঠতি বয়সের ছেলেরা নেশার টাকা যোগান দিতে এসব চুরি-ছিন্তাই করছে। প্রশাসন কঠোর হলে এসব ঘটনা ঘটতো না।
এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *