কবিতা-
যায় কি ভোলা?
— এইচ, এম আনোয়ার
তারিখঃ ১৫- ১২- ২১ খ্রিঃ
মনে করেছিলে তুমি হেরে যাবো?
তোমার চাহনি থেকে ফিরে আসা
হয়তোবা হবে না কোন ভাবেই?
নির্ঘাত ভুল ভাবনায় ডুবে আছো,
আসলে পাষাণ হতে শিখেছি আমি
তোমার প্রলম্বিত ছলনাময় চলনে।
চুপিসারে হয়তোবা
খুঁজে চলো দু’চোখের পাতায়- পাতায়!
আর ঠিক এখন আমি
যোজন- যোজন মাইল দুরেই আছি!
কতটা ক্ষোভে দুরে যেতে হয়
তুমিই শিখিয়েছিলে এই আমায়!
তবু কেন অভিযোগ তোমার সুরে?
কভু যদি খুঁজে পাও এই আমায়-
দেখে যেন ভান করো না দেখার!
প্রত্যাশা বেড়ে গেছে তোমার জানি তবু
আমি নিষ্ঠুর তোমার বেলায়,
ভুলে গেছি চিরতরে কবেই তোমায় ?