মো নাজমুল হুদা মানিক ॥
গফরগাঁওয়ের কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ১৯৭০ এর এম পি এ ও ১৯৭৩ এর এম পি ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ২ ফেব্রুয়ারি ভোর ৭.৩০ মিঃ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আবুল হাশেমের মৃত্যুতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল এ তথ্য জানিয়েছেন। প্রয়াত আবুল হাশেম এমপি-র ২য় জানাযা নামাজ ৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় গফরগাঁও সরকারি কলেজ মাঠে ও দাফন গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও গ্রামে ১৯৩০ সালের ১৭ আগস্ট (২ ভাদ্র ১৩৩৭ বাংলা) জন্ম গ্রহন করেন বর্তমান ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের সাবেক এমপি মোঃ আবুল হাশেম। উনার পিতা- মরহুম আকতার হোসেন, মাতা- মরহুমা নূরুন নাহার, স্ত্রী- আয়েশা খাতুন (নিঃসন্তান)। তিনি ১ম শ্রেণিতে ভর্তি- ১৯৩৮ সালে। ১৯৪১ সালে তিনি প্রাইমারী পরীক্ষার্থী ছিলেন। স্কুলের শিক্ষকদের মধ্যে ছিলেন পণ্ডিত আব্দুল জব্বার, শাহ গোলাম মওলা, আহাম্মদ আলী, অন্নদা শংকর, ধীরেন্দ্র ঘোষ প্রমুখ। ১৯৪২ সালে গফরগাঁও ইসলামিয়া হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি। তখন ছাবেদউল্লা মাস্টার ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক। ১৯৪৮ সালে আবুল হাশেম দশম শ্রেণির ছাত্র ছিলেন। এসএসসি- ১৯৪৯ গফরগাঁও ইসলামিয়া হাইস্কুল থেকে। ১ম ছাত্র- গফরগাঁও কলেজ (১৯৫০), প্রথম ভিপি- গফরগাঁও কলেজ ছাত্র সংসদ (১৯৫২), ছাত্রত্ব হারান- ১৯৫২ সালে গফরগাঁও কলেজ থেকে। আওয়ামী লীগে যোগদান- ১৯৫৩ সালে (১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন এবং উনসত্তরের গণআন্দোলনে ভূমিকা উল্লেখযোগ্য। প্রথম এমপিএ- ১৯৭০ সালে (গফরগাঁও)। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। প্রথম এমপি- ১৯৭৩ সালে (গফরগাঁও)। তিনি ১৯৫৩ সালে গফরগাঁও থানা আওয়ামী লীগের সাংগঠনকি সম্পাদক ছিলেন। ১৯৫৪ সালে ময়মনসিংহ সদর মহুকুমা আওয়ামী লীগের সহ-সম্পাদক ছিভলেন। ১৯৬৫ সালে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য পদ লাভ করেন। ১৯৬৯ সালে গফরগাঁও ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। ১৯৭৪ সালে জাতীয় সমবায় সমিতির পরিচালক। ১৯৭২ সালে নিজের অর্থে জমি ক্রয় করে গফরগাঁও মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। মহিলা কলেজটি বর্তমানে ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে কলেজের গভর্নিং বডির সিদ্ধান্ত রয়েছে, প্রতিষ্ঠাতা সাবেক এমপি আবুল হাশেম এর মৃত্যুর পর তাঁর লাশ কলেজ ক্যাম্পাসে দাফন করা হবে। ১৯৭২ সালে গফরগাঁও ‘পল্লী উন্নয়ন সংস্থা’ (পউস) প্রতিষ্ঠা ছিলেন। প্রকাশিত গ্রন্থ : যখন এম.পি. ছিলাম (প্রথম প্রকাশ ২০০৫ সালে)। ২০১২ সালে বইটির দ্বিতীয় সংস্কারণ হয়। মৃত্যু : ২.২.২০২২ বুধবার সকাল ৭.৩০ মি. (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ১ম জানাযা জাতীয় সংসদ ভবন। ২য় জানাযা হবে ৩ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় গফরগাঁও সরকারি কলেজ মাঠ। পল্লী উন্নয়ন সংস্থা (পউস) গফরগাঁও, ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মান্নান ফরিদী খোকা এ সব তথ্য জানিয়েছেন।