-মোঃ জাবেদুল ইসলাম
দুষ্টু-মিষ্টি ছেলে মেয়েরা,
হাত পা নেড়ে গাইছে তারা
ঈদের খুশির গান।
ফারদিনেরা বলছে ওদের,
দিন বাকি আর সাত।
সবাই মিলে দেখব মোরা,
ঈদ আনন্দের চাঁদ।
সব ভেদাভেদ ভুলে মোরা,
চলব ঈদের মাঠ।
কাঁধে কাধ মিলাব মোরা,
ভুলব সকল অতীত।
দু,হাত তুলে করব মোনাজাত,
রাসুল, করে যেন মোদের সাফাত।
বাড়ী ফিরে ফিরনী খাব,
আরও খাব পোলাও
প্রতিবেশী গরিব দুঃখি,
খাবে সাথে ওরাও।
ঈদের দিনে আনন্দ করে,
ঘুরতে বড় স্বাদ।
সবার মাঝে আসুক ফিরে,
ঈদ আনন্দের চাঁদ।