খালেদ হাসান,বগুড়াঃ

বগুড়া র‌্যাবের অভিযানে ৯৯ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী শ্রী অন্তর হরিজন কে গ্রেফতার করা হয়েছে।

২৭ এপ্রিল ২০২২ ইং তারিখে ৮ঃ৩০ মিনেটে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার
সদর থানাধীন সাতমাথা সংলগ্ন বগুড়া সরকারি কলেজ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে, মাদক ব্যবসায়ী শ্রী অন্তর হরিজন কে ৯৯ লিটার চোলাইমদ-সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী বগুড়া জেলার সদর থানার চকসুত্রাপুর এলাকার
শ্রী কানাইলাল হরিজন এর ছেলে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার মোঃ সোহরাব হোসেন বলেন, র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন