ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর/২০১৬ বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলামের সভাপতিত্বে দিবসটির উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহসীন আলী,সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র ,মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মাহমুদ প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, স্কুল কলেজের শিক্ষক,সরাকরী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন