জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সর্ববৃহৎ সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসার ২০২২ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৫ জুন রবিবার দুপুরে মাদ্রাসার হল রুমে মাদ্রাসার সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসার সুপার শাহ্ নুর আলম, মাদ্রাসার নিবার্হী কমিটির সদস্য নুর আলম, মুক্তিযোদ্ধা জেবের আলী, দাসিয়ারছড়া ইউনিট ছাত্রলীগের পারভেজ রুবেল, শিক্ষক আব্দুস ছালাম, মাছুম বিল্লাহ সহ আরো অনেকে। এসময় ১০ জন বিদায়ী শিক্ষার্থীরকে পরীক্ষা উপকরণ প্রদান করা হয়।পরে শিক্ষার্থীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিক্ষক হাফিজুর রহমান।