ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা জন্মদিন উপলক্ষ্যে কোমল মতি ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান।

আজ শনিবার(১১জুন)সকাল ১১ঘটিকায় নিজের জন্মদিন উপলক্ষ্যে ব্যতিক্রম ভাবে উদযাপণ,জানা যায় জন্মদিন উপলক্ষ্যে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়াস্থ৪,৫,৬নং ওয়ার্ডের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি পাঁচ শতাধিক ছাত্র/ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান।এ সময় সাথে ছিলেন সাবেক কারা মহা পরিদর্শক মোঃলিয়াকত আলী খাঁন এনডিসি, উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা সরকারী প্রাঃবিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার,বাউশিয়া ইউঃপি আওয়ামীলীগ এর সাঃসম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব,সাবেক জেলা ছাত্রলীগ নেতা শরীফ মাহমুদ,ইউঃপি সদস্য মোঃডালিম প্রধান,৯নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাঃসম্পাদক মোঃরাসেল প্রধান,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম সরকার,শাহরিয়ার সোহেল প্রমুখ।

এ বিষয়ে বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান বলেন,ব্যক্তিগত ভাবে জন্মদিন উদযাপণ কখনোই করা হয় নাই,তবুও নেতা- কর্মীদের মন রক্ষার্থে একটু ব্যতিক্রম ভাবে উদযাপণ করলাম,কোমলমতি ছাত্র/ছাত্রীদের সান্নিধ্য এমনিতেই উপভোগ্য,এদের উপহার দিতে পেরে আমারও ভাল লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন