নাজমুল হুদা পারভেজঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সোনালী ব্যাংক লিমিটেড চিলমারী শাখার উদ্যেগে দিন ব্যাপী জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সোনালী ব্যংক লিমিটেড এর ডিপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ ওহায়েদুননবী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর এর অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুজ্জামান। এছাড়াও সহ আলোচক হিসেবে উস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের যুগ্ম পরিচালক ব্রজেন্দ্র নাথ রায় প্রমুখ। ওয়ার্কশপে প্রকৃত বা আসল একশত, পাঁচশত ও এক হাজার টাকার নোট চেনার ইন্ডিকেটর সমূহ নিয়ে আলোচনা করা হয়। একই সাথে আসল ও নকল নোটের মধ্যে পার্থক্য সমূহ তুলে ধরা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও মনিটরের মাধ্যমে ওয়ার্কশপে অংশ গ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন। এ সময় বিভিন্ন শ্রেনী-পেশার প্রায় ২’শ জন সাধারণ নারী- পুরুষ , স্থানীয় প্রশনিক কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।