আব্দুল সাত্তার টিটু
আলকরনের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক,দানবীর সীকম গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক জনাব আমিরুল হক এর নিজস্ব অর্থায়নে আলকরন নূর আহমেদ সিটি কর্পোরেশন উচ্চ বালক বিদ্যালয়ের ১০ তলা ভবন নির্মাণ কাজ চলছে।নির্মাণ কাজ দেখতে আজ স্কুলে আসেন শিক্ষা উপ মন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম,পি।এসময় উপস্হিত ছিলেন নূর আহমেদ চেয়ারম্যানের দৌহিত্র অধ্যাপক সেলিম জাহাঙ্গীর,নগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহাবুবুল হক সুমন,৩৩নংফিরিঙীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব,৩১নং আলকরন ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম,নগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃসালাউদ্দিন,ডাঃসজীব তালুকদার প্রমুখ।শিক্ষা উপ মন্ত্রী নওফেল বলেন,নূর আহমেদ চেয়ারম্যান বাধ্যমূলক প্রাথমিক শিক্ষা অবৈতন করেছিল তৎকালীন সময়ে পৌর চেয়ারম্যান থাকাকালীন সময়ে চট্রগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করে শিক্ষার মানন্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে,মন্ত্রী আলকরন নূর আহমেদ স্কুলকে উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষা কোর্স চালুর ঘোষনা দেন।