নাজমুল হুদা পারভেজঃ
আজ সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, চিলমারী প্রেস ক্লাব ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচি পালন করে।
সকালে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাকির হোসেন এমপি। সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ফরিদ, এইচ, এম রহিমুজ্জামান সুমন প্রমুখ । এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয় থেকে শোক র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা শেষে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে চিলমারী উপজেলা পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন ।