ফারহানা আক্তার,,জয়পুরহাট প্রতিনিধি:
আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঁচবিবি পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জি এস এম জাফর উল্লাহ (এনডিসি)।
শপথ নেন পাঁচবিবি পৌরসভার নির্বাচিত মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর ১নং ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে আরিফ রাব্বানী ইস্তি, ৪নং ওয়ার্ডে মামুনুর রশিদ ফকির, ৫নং ওয়ার্ডে নূর হোসেন, ৬নং ওয়ার্ডে আনিছুর রহমান বাচ্চু, ৭নং ওয়ার্ডে শাহিন আল মামুন সরকার শাহিন, ৮নং ওয়ার্ডে মনসুর রহমান ও ৯নং ওয়ার্ডে মোশাইদ আল-আমিন সাদ এবং ১,২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে কাউন্সিলর শামিমা সুলতানা শিতল, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে মোছাঃ রেশমা খাতুন আন্নি ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডে তহমিনা বেগম শিরিন।