রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ২ দিন ব্যাপীParticipatory Planning Training শনিবার অনুষ্ঠিত হয়। মানব কল্যাণ পরিষদ কর্তক আয়োজিতNETZ বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোঃ খায়রুল কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোঃ ফিরোজ আলম, ৫নং বাচোর ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্ম্মন, মানবকল্যাণ পরিষদের সমন্বয়কারী মোঃ সাদেকুল ইসলাম ও প্রজেক্ট কো-অর্ডিনেটর রাশেদুল লিটন, সিএসও গ্রুপের সদস্য, বাচোর, লেহেম্বা, নেকমরদ ও হোসেনগাও ইউনিয়নের সদস্যবৃন্দ। এ্যাডভোকেসী অফিসার রওশন আরা, ফ্যাসিলিটেটর মনিরুজ্জামন ও শিরীন সুলতানা কর্মসূচীতে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন।