রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ৩০ বোতল ফেন্সিডিলসহ মোকলেস (৩৫) ও গাজু (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সুত্রমতে, উপজেলার রাউৎনগর মাষ্টার পাড়ার ঝড়–য়ার ছেলে মোকলেসকে তার বাড়ি থেকে মঙ্গলবার রাত ৩ টায় আটক করে। ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে একই গ্রামের মিশন পাড়ার গাজুকে ওই সময় আটক করা হয়। থানা পুলিশের এসআই রেজা ও এসআই আজগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন। ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠান হয়েছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম এ ব্যাপারে নিশ্চিত করেছেন। এসআই আজগর সাফল্যের সাথে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান ভুয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন