ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সকল স্তরের শিক্ষকদের নিয়ে সম্মিলিত শিক্ষক পরিষদ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সম্মিলিত শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, বিশেষ অতিথি ছিলেন জেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সমন্বয়ক অধ্যক্ষ মাওলানা নুর বখত, অধ্যক্ষ হারুন -অর-রশিদ মিলন, প্রধান শিক্ষক ফজলে এলাহী তমাল, সাইফুল ইসলাম। ভুরুঙ্গামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, জেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক নয়ন বকসী ।
এ সময় কলেজ পর্যায়ে শিক্ষকদের মধ্যে মতামত পেশ করেন সোনাহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন-উর-রশিদ প্রিন্স, বিদ্যালয় পর্যায়ের হামিদাখানম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমান, মাদ্রাসা পর্যায়ের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক আলক্তগীন সরকার খোকন, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষক রোকনুদ্দৌলা রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাহাট ডিগ্রী কলেজের প্রভাষক মাইদুল ইসলাম মুকুল।
মতবিনিময় সভায় ভুরুঙ্গামারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুলকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতিমুলক কমিটি গঠন করা হয়।