ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৫৯ বিজিবি ব্যাটালিউনের চাঁনশিকারী কোম্পানীর চামুশা বিওপি অবৈধ পথে আসা ভারতীয় সিংকারা ও মদ উদ্ধার করে। ক্যাম্প সূত্রে জানান, চামুশা বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার মজনুর নেতৃত্বে সঙ্গিয় বিজিবি ফোর্স নিয়ে শনিবার রাত প্রায় ১০টার দিকে টহলরত সীমান্ত মেইন পিলার ১৯৭/৩ এস বাংলাদেশ সীমান্তের ৫০ গজের ভিতরে অবৈধভাবে কালোবাজারীরা ভারতীয় ওষুধ সিংকারা ৬বোতল ও দামীমদ ২বোতল আটক করে। তবে কালোবাজারীদের কাউকে ধরতে পারেনি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান হাবিলদার মজনু।