ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাট ছাত্রলীগ উপজলা শাখা আয়াজিত বাংলাদশ ছাত্রলীগর ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার বর্ণাঢ্য আনদ র‌্যালী ও আলাচনা সভার মধ্য দিয় পালিত হয়ছে। প্রথম উপজলার রামেশ্বর পাইলট ইন্সটিটিউট মাঠ আলোচনা সভায় ছাত্রলীগ উপজলা শাখার সভাপতি মাহলত আশরাফুল ইসলামর সভাপতিত্বে আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ও মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আলীগর সহ-সভাপতি আব্দুল খালক, উপজলা আওয়ামীলীগ শাখার সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, সহ- সভাপতি ইয়াসিন আলী শাহ, সাংগঠনিক সম্পাদক রাবুল হাসনসহ অন্যরা। এ সময় বক্তব্য রাখেন, গোমস্তা¯াপুর পৌর যুবলীগর আহবায়ক রাসেদুল ইসলাম, উপজলা ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক তাহিদুল ইসলাম ডালিম, ছাত্রলীগ নতা হুজ্জাতুল ইসলাম ডন, টমাস, ফারকসহ অন্যরা। প্রধান অতিথি কেক কাটন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য আনদ র‌্যালী বের হয় উপজলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর সাথে সাথে কর্মসূচীর সমাপ্ত ঘোষনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রলীগর প্রতিষ্ঠা বার্ষিকী শেষে উপজলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নর ফতেপুর কিন্ডার গার্ডেন কেজি ¯স্কুলের শুভ উদ্বাধন করন। এ সময় কেজি ¯স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলম ও অন্যান্য শিক্ষকমন্ডলী এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অংগসংগঠনর নেতাকর্মীবৃন্দদউপ¯িত ছিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন