“
কবি-শৈলেন্দ্র নাথ পোদ্দার।
বুঝি, সূর্য উদয় হলো,
মুখ তোলো চোখ খোলো।
রাতের বুঝি পথটি ফুরালো,
প্রিয়, বাহুর বাঁধন খোলো।
গাইছে ভোরের পাখি,
প্রিয়,মেলো এবার আঁখি।
ওই যে দেখো রাতের পারে
মলিন চাঁদের আলো।
সে কোন নেশায় চুর হ’য়ে রাত,
স্বপ্ন মেঘে ঢাকা।
চায় না এ মন তোমার বাহুর,
বাঁধন ছেড়ে থাকা।
ফুল্ল দেখো রাতের সরোজিনী,
তনুর ফাগুন উঠলো অনুরণি।
ভোরের বাতাস বইছে এলো মেলো,
শেষরজনীর সোহাগটুকু ঢালো।।