হুমায়ুন কবির, ঠাকুরগাঁও ঃ
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় রেজানুল হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত যুবক ঠাকুরগাঁওয়ে অ্যারিস্টো ফার্মাসিটিক্যালস ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত ছিলেন।
গতকাল রবিবার (১৮ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের বোর্ড অফিস নামক স্থানের তিমু ফিলিং স্টেশনের কাছে বিআরটিসি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই যুবক নিহত হয়েছেন।
নিহত রেজওয়ান হোসেন নওগাঁ জেলায় ধামুরহাট থানার ভাতকুন্ডু গ্রামের আমির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, কাজ সেরে রেজোয়ান ঠাকুরগাঁও ফিরছিলেন। তিয়াস তিমু ফিলিং স্টেশনের কাছে পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাসের নিচে মোটরসাইকেল নিয়ে ঢুকে যান তিনি। এতে বাসচাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।