মোঃ জাবেদুল ইসলাম 

আমার মনে অনেক দিনের স্বপ্ন, 

বিয়ে করবো এমন সুন্দর যার-

রুপ থাকবে চির অপরুপ যেন 

সব ভোলা যাওয়ার যাওয়ার থেকে 

সম্পুর্ণ  আলাদা করা নয়।

আমার মনে অনেক দিনের স্বপ্ন,

বিয়ে করবো এমন সুন্দর রুপবতিকে

রুপবতি মানে দেহের রুপ নহে, 

ঘৃণা নয়, মনে প্রাণে ভালোবাসার রুপ।

আমি পেয়েও যাই তাকে। 

অপূর্ব রোমান্টিক প্রেম আছে,

তার দেহ মনে, তার এ রোমান্টিক প্রেম 

দিয়ে যায় আমার  ছোট্ট প্রাণে।

আমি প্রথম যে-দিন বিয়ে করবো, 

ব’লে মেয়ের খোঁজে বেরিয়ে পড়লাম

বাড়ি থেকে মাইল পনের হবে। 

 আমরা ঠিক বিকেলে চার টায়, 

 তুমি জানতে আমরা আসবো- দেখতে 

তোমাকে, বিয়ে করবো যদি ভালো, 

না লাগে তাও তোমাকে করবো বিয়ে।

আলাপ আলোচনা করা হয়ে গেল সব,

পরিচয় হলো, দিন ক্ষণ ঠিক হয়ে গেল,  

তবুও মনে বড় ভয় জাগে, আমাকে যদি 

পছন্দ বা লাইক না করো তুমি। 

সে জন্য অবিভাবকের নিকট অনুমতি 

প্রার্থনা করা হলো। অনুমতি মঞ্জুর হলো।

দুই জন দুজনার কথা বলার জন্য।

আমরা ঠিক দুইজন দু’জনকে পছন্দ, 

কোনো দ্বিধা নেই আমাদের মনের মধ্যে

আমাদের প্রিয় ভালোবাসার বন্ধন 

বিয়ে  হয়ে গেল। 

এ এক অপূর্ব সুন্দর রোমান্টিক প্রেম। 

যত দিন  ধরনীর বুকে বেঁচে থাকবো

আমার প্রিয় সহধর্মিণীর রোমান্টিক 

প্রেম কে আমি কখনও ভুলবা না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *