কুড়িগ্রাম প্রতিনিধি: ১লা ফেব্রুয়ারি বুধবার সকাল ১১:০০টায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বোয়াইলভীর টেকনিক্যাল এ‍্যান্ড বিজনেস ম‍্যানেজমেন্ট কলেজ (বিএম) হলরুমে ২০২২ – ২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান ২০২৩ এর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি ৫নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, স্বাগত বক্তব্য রাখেন অধ‍্যক্ষ আব্দুর রহিম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ গন‍্যমান‍্যব‍্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *