কবি -বিশ্বজিৎ সেন
মনে না শান্তি থাকলে কার্নিশের কৈতরের ‘কাম বাকুম’ও পশে না কানে
মুক্তিযুদ্ধের শহিদসন্তান ‘মহাকাব্য’ রচনা করেও
শান্তি পাইনা কোনখানে!
মুজিবকে সবংশে হত্যার পর সেই যে নীতি ও আদর্শ থেকে রাষ্ট্রটাকে ছুঁড়ে ফেলা হয়
এখনো ফেরেনি জাতি তার পিতার সংবিধানে সর্বত্রই অগাস্ট ক্যুর ‘জম্বি’* টিকে রয়!?
বঙ্গবন্ধু, পারো যদি বেহেস্তের বাগানে বসে পড়ে দেখো আমার নৈবেদ্য ‘শেখ মুজিবুরনামা’
সময় নেই তোমার হাসুর তাকেই উৎসর্গ করা মহাকাব্যটা পড়বার চতুর্দিকে শঙ্কার যামা।