লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটে জমি দখল ও মেয়ের শ্লীলতাহানী ঘটনায় ৩ জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে সদর থানা মামলায় দায়ের করা হয়েছে। এ মামলায় প্রধান আসামী জাকির মল্লিককে সদর থানা পুলিশ গ্রেফতার করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, লালমনিরহাট শহরের পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ওয়ার্লেস কলোনীর মৃত: বীর মুক্তিযোদ্ধা বক্তাজামালের মেয়ে সোহানা পারভীন (৩০) এর স্বামী একই এলাকার আল-আমিন বাবু’র নিকট লীজকৃত ২ শতক জমি দলীল মুলে বিক্রি করেন। জমি বিক্রির পর সোহানা পারভীনের স্বামীর নিকট হইতে আরোও জমি পাবে বলে আল-আমিন বাবু দাবি করেন। এরেই জেরে ৪ জানুয়ারী বিকাল ৪টায় জাকির মল্লিক (২৯), ফরিদ হাসান (৩২), আল-আমিন বাবু (২৭) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে বে-আইনী ভাবে দলবদ্ধ হইয়া সোহানা পারভীনের বসত বাড়ীর সীমানায় প্রবেশ করে জোড়পূর্বক অবৈধভাবে জমি দখলের পিলার স্থাপন করেন।
এ ঘটনার জেরে সোহানা পারভীনের মেয়ে রিহানুর জান্নাত রোজ (১২) এর মোবাইল জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে ছবি তুলতে এবং মেয়েটিকে মারপিট করিয়া ফুলা রক্তাক্ত জখম করেন। এমনকি মেয়ের পড়নের কাপড় টানা হেছড়া করে শ্লীলতাহানীসহ গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওই সময় মেয়েটির আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করেন। পরে লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
পরবর্তীতে ৫ জানুয়ারী রাত ১০ টায় আবারও অজ্ঞাতনামা ১০/১২ জন হাতে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো কুড়াল ও রিভালবার নিয়ে সোহানা পারভীনের বসত বাড়ীর সামনে অকথ্যভাষায় গালিগালাজ ভয়ভীতি দেখাতে থাকেন। ঘটনার বেগতিক অবস্থা দেখে সোহানা পারভীন জরুরী সেবা ৯৯৯-এ ফোন করলে লালমনিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগে বসত বাড়ীর টিনের বাউন্ডারীর বেড়ায় কোপ ডাং করিয়া ২০ হাজার টাকার ক্ষতি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় সোহানা পারভীন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় জাকির মল্লিক (২৯), ফরিদ হাসান (৩২), আল-আমিন বাবু (২৭) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তাং-০৬/০২/২৩ইং। উক্ত মামলাটি দায়ের পর ৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলায় প্রধান আসামী জাকির মল্লিককে গ্রেফতার করেন। এ মামলায় লালমনিরহাটের বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত জাকির মল্লিক সহ অন্যান্য আসামীদের জামিন মন্জুর করেছেন ।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, উক্ত মামলার প্রধান আসামী জাকির মল্লিককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।