কাউনিয়া রংপুর প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কাউনিয়া উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনার পূর্ব প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মনোনীততা দাস।
আগামী (২২ মার্চ) মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় কাউনিয়া উপজেলার উপকারভোগীদের মাঝে চতুথ থাপে ১৫১টি গৃহ হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন।
সোমবার (২০মার্চ) সকালে ইউএনও উপজেলা পরিষদ হল রুমে উপজেলার সকল কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিং করেন তিনি।
প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা( অতিরিক্ত) দায়িত্ব মনোনীততা দাস বলেন সারাদেশের ন্যায় উপজেলায় ৭৬৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ঘর দেয়া হচ্ছে। এর আগে ১ম, ২য় ও ৩য় ধাপে ৬১৭ টি পরিবারের মাঝে দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে, আগামী উপকারভোগীদের মাঝে চতুথ থাপে ১৫১টি গৃহ হস্তান্তর করে উপজেলাকে কে ক-শ্রেণির গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।