কবিতা-
রোজার টিপস্
কবি-রবিউল মাশরাফী
বাড্ডা, ঢাকা।
রোজার কথা পড়লে মনে
কাঁপবে কেন মনটা ভাই ?
রোজায় সফল হতে হলে
মনের শক্তি থাকা চাই।
রোজা রাখা অতি সহজ
সত্যি রোজা কঠিন নয়
ইচ্ছা শক্তি প্রবল হলে
থাকবে না আর রোজার ভয়।
কতো কঠিন কাজ করে যান
কোনো কাজে ফাঁকি নাই
রোজার কথা উঠলে শুধু
মুখটা কালো দেখতে পাই।
যাঁর দয়াতে মুক্ত স্বাধীন
ছুটে চলেন দুনিয়ায়
তাঁর খুশীতে সিয়াম সাধন
একিন রাখুন এক আল্লায়।
রোজার গুণে আল্লাহ মহান
করবে পাপের দেহ সাফ
কিন্তু রোজার অবহেলায়
তাঁর কাছে কি পাবেন মাফ?
ইবলিশেরে ধাক্কা মেরে
দেন দেখিয়ে নিজের বল
রোজার গুণে আখিরাতে
পাবেন ঠিকই পূণ্যফল।
শয়তানেরই ধোকায় পড়ে
হেরে যাবেন তাইকি হয়?
নামাজ রোজায় মত্ত থাকুন
জীবন হবে শান্তিময়।