ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পূজা উদযাপন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া সম্মেলনে আগামী তিন বছরের জন্য সংগঠন দু’টির উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মনোনীত হন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ দেব এবং সাধারণ সম্পাদক মনোনীত হন গোপাল চন্দ্র প্রসাদ।ভূরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোনীত হন স্বপন কুমার সাহা এবং সাধারণ সম্পাদক মনোনীত হন কার্তিক চন্দ্র সাহা।
এসময় অন্যান্যের মধ্যে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অলোক সরকার, কুড়িগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন।