ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা পুলিশ নিয়মিত মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সীডিল ও ৮ পিস ইয়াবাসহ মকবুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানাসুত্রে জানাগেছে ২৯ এপ্রিল ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম,এসআই নওসাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১২.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের মোঃ মকবুল হোসেন মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ীতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক উদ্ধার করে। মকবুল হোসেন মৃত আব্দুল শেখের পুত্র। উক্ত ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু পুর্বক তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।