লাভলী আক্তার (নেত্রকোনা) কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলাধীন মাসকা ইউনিয়নের তামান্না ট্যালেন্ট প্রি- ক্যাডেট একাডেমির ৭৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কিত করা হয়েছে।
বুধবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানেের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালক ও শ্যাম বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর হাসান ভুঞা আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ সালাম বাঙ্গালি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া সরকারি কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য ফরিদ বাঙালি প্রমুখ।
উল্লেখ বার্ষিক পরীক্ষার মেধা তালিকা ২২ এর ১৬ জন,বৃত্তি পরীক্ষায় ২৫ জন,চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ৯ জন ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ২৪ জনকে পুরস্কৃত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিতি রফিকুল ইসলাম, সাংবাদিক মঈন উদ্দিন সরকার রয়েল,সাংবাদিক সাইফুল আলম দুলাল,৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সকল অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।