shohel-rangpur-photo-01-02-2017
হারুন উর রশিদ সোহেল রংপুর.
‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর নয় শিশু শ্রম, এবার চাই শিক্ষা’ শ্লোগানের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পায়ে হেঁটে দেশ ভ্রমণে বের হওয়া উদীয়মান তরুণ শিক্ষার্থী রোভার স্কাউট নাসিম তালুকদার এখন রংপুরে। ইতোমধ্যে তিনি হেঁটে ৬০ জেলা ভ্রমণ শেষ করে ৬১তম জেলা হিসেবে ভাওয়াইয়ার জনপদখ্যাত রংপুরে অবস্থান করছেন। আজ বুধবার সকাল থেকে উত্তরের অবশিষ্ট জেলা শহর নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও ভ্রমণে বেরিয়ে পড়ে তরুণ এই যুবক গেল ২০১৬ সালের ২২ অক্টোবর শনিবার সকাল ৯টায় দিনাজপুর জিরোপয়েন্ট থেকে দেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তরুণ এই শিক্ষার্থী।মঙ্গলবার সন্ধ্যায় রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নাসিম তালুকদার জানান, দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র সে। এক ভাই ও দুই বোনের মধ্যে বড়। মা নাসিমা খানম বাকপ্রতিবন্ধী। পেশায় গৃহিণী এবং বাবা হারুনুর রশিদ বাচ্চু পেশায় কৃষক। ছোটবেলা থেকে নাসিম তালুকদার তার দিনাজপুুওে তার নানির বাড়ি রহমত আরার কাছে থেকে বড় হয়েছেন।নাসিম তালুকদার বলেন, পায়ে হেঁটে চলতে গিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার লোহাগড়া উপজেলায় যাওয়ার পথে তাকে ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। সেখান থেকে পালিয়ে রক্ষা পান। এছাড়া বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলাগুলো ভ্রমণের সময় পাহাড়গুলোতে উঠতে বেশ কষ্ট করতে হয়েছে। ৪১তম জেলা ভ্রমণ শেষে আর্থিক সংকটে পড়েন। পরে চলবে ডটকম নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ভ্রমণ শুরু হয়। ফলে তার যাত্রা আর ব্যাহত হয়নি।তিনি আরো জানান, ভ্রমণের সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও সচেতন মানুষের সঙ্গে দেখা করে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর নয় শিশু শ্রম, এবার চাই শিক্ষা’ শ্লোগান তিনি পৌঁছে দিয়েছেন। এতে সবাই তাকে নানাভাবে সহায়তা করেছেন। শিশুরা যাতেতাদের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে সেদিকে সবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই জনমত গঠনের জন্য হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *