স্টাফ রিপোর্টার :

স্মার্ট বাংলাদেশ স্মার্ট (বিডিপিএ) ওষুধ যেখানে ফার্মাসিস্ট সেখানে। এই স্লোগান কে সামনে রেখে ২৮ জুলাই ২০২৩ আসন্ন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন (বিডিপিএ) কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচনে মোট ৪১০০ ভোটারের সংখ্যা রয়েছে সারা বাংলাদেশে। উক্ত নির্বাচনে দুটি প্যানেল নির্বাচন করছেন। নির্বাচনের দুটি দল হচ্ছে শফিক- নূর -মামুন শাকিল- রাশেদ পরিষদ নামে বই প্রতিক নিয়ে একটি।অন্যটি গাজী -জহির -আলমগীর পরিষদ দেয়াল ঘড়ি নামে এই দুটি সংগঠন লড়াই করছেন।
বই প্রতিক পরিষদের সভাপতি পদে শফিকুল ইসলাম, মহাসচিব পদে আব্দুল্লাহ আল মামুন সহ মোট ৪১ জন কমিটি বিশিষ্ট নির্বাচনে অংশ গ্রহন করেছেন।এই বই প্রতিক পরিষদে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর কৃতি সন্তান, ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট পদে দায়িত্বে থাকা মানুষের সেবায় নিয়োজিত, নিরহংকার,পরিশ্রমী,পরো উপকারী,সৎ নিষ্ঠা একজন মানুষ কে এম আলমগীর হোসেন (ফার্মাসিস্ট) বই প্রতীক মার্কা নিয়ে যুগ্ম মহাসচিব পদে রংপুর বিভাগে নির্বাচন করছেন।বই প্রতিকের যুগ্ম মহাসচিব আলমগীর হোসেনের বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের শারমিন,দেওয়ানের খামারের খালেদা,তিলাই ইউনিয়নের জামতলা মোড়ের ফারজানা,রফিক,আ: খালেক,সদর বাগভান্ডারের আ: সালাম বলেন কে এম আলমগীর হোসেন খুবি ভালো একজন মানুষ আমাদের সাথে খুব সুন্দর করে কথা বলে চিকিৎসা দিলো আমরা তার মঙ্গল কামনা করছি।ডা: আবু সাজ্জাদ সায়েম ভূরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প:প: কর্মকর্তা বলেন কে এম আলমগীর হোসেন একজন সাদা হাস্যজল মানুষ,পর উপকারী আমি তার মঙ্গল কামনা করি।কে এম আলমগীর হোসেন (ফার্মাসিস্ট) ( বই প্রতিক)রংপুর বিভাগ বলেন আমার পরিষদ নির্বাচিত হলে আমি সবার সহযোগিতায় জনমানুষের কল্যানে সর্বাধিক নিয়োজিত থাকতে চাই এবং সাধারন মানুষের যে ভালোবাসা পেয়েছি তা কখনো ভুলবার নয় আমি তাদের কাছে চিরো ঋণী। তিনি পরিশেষে বলেন যাদের বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন ( বিডিপিএ) নির্বাচনে ভোট রয়েছে তাদের কাছে দোয়া ও বই প্রতিকের জন্য ভোট চেয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন। অন্য আর একটি পরিষদ দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে তারাও ৪১ জন কমিটির সদস্য নিয়ে নির্বাচন করছেন।বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন ( বিডিপিএ) নির্বাচনে সারা বাংলাদেশে মোট ১৪ টি কেন্দ্রে ভোট দিতে পারবে ভোটাররা।এই ভোটকে সামনে রেখে ভোটারদেরও মাঝে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *