বিশেষ প্রতিনিধি,

বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে রাইস মিলের জন্য। রাইস
দ নয় সেখানে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে ব্যাটারিচালিত রিক্সায় চার্জ দেয়ার জন্য। নামে রাইস মিল হলেও রাইসের অন্তিত্ব তো নেই, বরংরিক্সায় ভরা পুরো জায়গাটা যেন একটি গ্যারেজ। সীতাকুন্ডের বাড়বকুন্ড শুকলাল এলাকায় এরকম দুইটি গ্যারেজের সন্বান পেয়েছে ভ্রাম্যমান অাদালত।গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমাশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহল অামিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এতে ৪০টি ব্যাটারি ১০টি চার্জার এবং একটি মিটার জব্দ করা হয়। এসময় উপস্হিত ছিলেন বারবকুন্ড বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মামুন হোসেন, সীতাকুন্ডে থানার উপ-পরিদর্শক সাইফুল্লা, ভূমি অফিসের নাজির মোঃজামাল উদ্দিন প,মুখ। সহকারী কমিশনার (ভূমি) রুহল অামিন বলেন, রাইস মিলের জন্য বিদ্যুৎ সংযোগ নিয়ে তা অবৈধ রিক্সার ব্যাটারির জন্যব্যবহার করা হচ্ছিল। রিক্সা প,তি এর মিলিক ৬০ টাকা করে ভাড়া নিচ্ছিল। অামরা ৪০টিরও অধিক ব্যাটারি জব্দ করেছি। তবে রিক্সা অবৈধ না হওয়ায় সে সব জ্বদ করিনি। তিনি বলেন রাইস মিলের জন্য বিদ্যুৎ সংযোগ নিয়ে বাণিজ্যিক ভিতিত্বে প্রতিদিন ২৪ ঘন্টায় প্রায় ১০০ রিক্সায় চার্জ দেয়া হয়। এতে দৈনিক প্রায় ২০০০/হাজার টাকা রাজস্ব ফাঁকি দওয়া হচ্ছিল।অামরা ওই জায়গায় মালিককে পাইনি। তবে জায়গআটি সিলগালা করে দেওয়া হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন