ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক সফল শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় নলছিটি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড`র আয়োজনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালী বক্তব্য দেন আওয়ামীলীগের ঝালকাঠি-২, আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমির হোসেন আমু ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ডা. মো, ইউসুফ আলী তালুকদার, আওয়ামীলীগ নেতা মো. মাসুম হোসাইন ।
আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রিয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক লাইজুর রহমান রিয়াজ ।
এর আগে উপস্থিত অতিথিদের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড`র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী র্যালীতে অংশ নেন ।