ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একরাতে সিঁধ কেটে পাঁচ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে এসব চুরি সংঘটিত হয়। সিঁধেল চোর এসময় ৬টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এতে ওই এলাকায় বসবাস করা মানুষের মাঝে সিঁধেল চুরির আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, সিঁধেল চোর রোববার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের আব্দুল আজিজ, নূর ইসলাম ও কফিল উদ্দিনের বাড়িতে সিঁধ কেটে একটি এন্ড্রয়েড ও তিনটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
এছাড়া ওই গ্রামের সাথে যুক্ত তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে অবির উদ্দিন ও মকিওত ইসলামের বাড়িতে সিঁধ কেটে একটি এন্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি করে।
চুরির শিকার আব্দুল আজিজ বলেন, আমার ‘এল’ আকৃতির একটি ঘরের তিন জায়গায় সিঁধ কেটে চোর দু’টি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, সিঁধেল চুরির ঘটনায় কেউ অভিযোগ করেনি। সিঁধেল চুরির বিষয়ে খোঁজখবর নেয়া হবে