জামালপুর প্রতিনিধি ॥
বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর রবিবার দুপুরে জামালপুরে বিসিক শিল্পনগরী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণকালে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দেশি-বিদেশি দাবি উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার ফের পাতানো, একতরফা নির্বাচন করতে যাচ্ছে। এই ‘নির্বাচনী তামাশা’ জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি তারা ভোটকেন্দ্রে যাবেন না। তিনি আরোও বলেন, জামালপুরে বিএনপির সকল আন্দোলন সংগ্রাম বাস্তবায়নে যুবদল ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। জামালপুরে যুবদলের লিফলেট বিতরণ কার্যক্রমে বিএনপি নেতা শামীম আহাম্মেদ ও আনিছুর রহমান বিপ্লবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।