লালমনিরহাট প্রতিনিধি
মহাসড়ক পাড় হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সোলাইমান আলী (৭০) নামে এক মসজিদ ইমাম নিহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরআগে দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান আদিতমারী এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের সাবেক ইমাম।
পুলিশ ও স্থানীয়রা জানান,আদিতমারী বুড়ির বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে আসেন মসজিদ ইমাম সোলাইমান আলী। পরে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।