মোঃ হাসান আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলা ৩নং বহুলী ইউনিয়ন বহুলী বাজার, এলাকায় বসতবাড়ি সহ দুটি দোকান আগুনে পুড়ে ছাঁই ক্ষয়ক্ষতি প্রায়৭ লক্ষ টাকা
সোমবার ( ৬ মে ) সন্ধ্যা ৮ টার দিকে আনোয়ার বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।বাড়ির মালিক মোঃ আনোয়ার, ইব্রাহিম হোসেন বাংলাদেশ সমাচার জানান, আমার দুটি ঘরসহ বাসার সাথে দুটি দোকান ছিলো আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাইঁ হয়ে গিয়েছে । আমার প্রায় ৭ লক্ষ টাকা ক্ষতি হয়ে গিয়েছে। এসময় একজন গুরুতর আহত হয়ে শহীদ এম. মনসুর আলী মেডিকেল হাসপালের ভর্তি হয়েছে
ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে জান ৩নং বহলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন,ইউপি সচিব মোঃ আসলাম উদ্দিন ইউপি সদস্য,মোঃ আরিফুল ইসলাম,সহ আরো অনেকে। ফায়ার সার্ভিসের সূত্র জানা যায় যে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্র পাত হয়েছে।