আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে“নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি”এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আজ সোমবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে ডাঃ জুবায়ের আহমেদের পরিচালনায় আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেরা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মধ্যে হাঁসের ডিম পরিবেশন করা হয়।