বিশেষ প্রতিনিধি:
মাদক সেবনে ও সন্ত্রাসী কার্যকলাপে মুসুল্লীরা বাধাঁ দেওয়ার কারনে বরগুনার একটি মসজিদ ভাংচুর করেছে এলাকার কিছু চিন্হিত সন্ত্রাসী বাহিনি। শনিবার জহুরের নামাজের সময় হামলা চালিয়ে কুপিয়ে ও ভাংচুর করে বাইতুন নুর জামে মসজিদটি সম্পূর্ন গুড়িয়ে দিয়েছে। ঘটনার পর থেকে ওই মসজিদে এখন আর মুসুল্লীরা নামাজ আদায় করতে পারছে না। এলাকায় আতংক বিরাজ করছে। এ ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার দক্ষিন খাজুরতলা সোনালী পাড়ায় শনিবার দুপুরে। এ ব্যাপারে মসজিদ কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন খান বাদী হয়ে সোমবার বরগুনা দ্রুত বিচার আদালতে একটি মামলা করেছে। আদালতের ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহ মামলাটি এজাহার ভুক্ত করার জন্য বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার আসামীরা হলো একই গ্রামের হুমায়ূন কবির রফিক, বেল্লাল হোসেন, লতিফ ও বাচ্চু।
মামলার বাদী জানান, ওই আসামীরা এলাকায় গাজা মদ ইয়াবা ক্রয় বিক্রয় করে পরিবেশ নষ্ট করে ফেলেছে। নামাজের সময় মসজিদের পাশে বসে মাদক সেবন করে। উচ্চস্বরে কথাবার্তা বলে। মুসুল্লীরা নিষেধ করলে তাদেরকে অপমান করে। এ সব বিষয় নিয়ে শনিবার দুপুরে জহুরের নামাজ আদায় করে কতিপয় মুসুল্লীরা মসজিদে বসে আলাপ আলোচনা করতে ছিল। সেই মুহুর্তে ওই সন্ত্রাসীরা রামদা ছেনা, দাও লোহার রডসহ হঠাৎ মসজিদের উপর হামলা করে। ভয়ে মুসুল্লীরা দৌড়ে প্রানে বাচেঁ। পরে সন্ত্রাসীরা প্রায় দেড় ঘন্টা ত্রাস ও তান্ডব চালিয়ে টিন সেট মসজিদের চাল বেড়া কুপিয়ে টুকরা টুকরা করেছে। টিনের ছাউনি নিয়ে গেছে। আসামীরা জানিয়ে দিয়েছে এ মসজিদে আর মুসুল্লীদের নামাজ পড়তে দেবে না। শনিবার হতে সন্ত্রাসীদের ভয়ে মসজিদের কেহ নামাজ আদায় করতে আসেন না। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম. মাসুদুজ্জামান বলেন, ঘটনা স্থল আমরা পরিদর্শন করেছি। মসজিদের সভাপতি ও এলাকার মুসুল্লীরা দাও, লোহার রড থানায় জমা রেখে গেছেন। আদালত হতে মামলা আসলে আইনগত ব্যবস্থা নেব। আাসামীদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *