ঢাকা অফিসঃ
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মোননীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুকে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে সমর্থন জ্ঞাপন করা হয়।
সোমবার কুমিল্লায় জেলা কার্যালয়ে কল্যাণ পার্টি কুমিল্লা জেলার এক কর্মী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
জেলার আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না।
সভায় দলের পক্ষ থেকে কুসিক নির্বাচনে সাহিদুর রহমান তামান্নাকে মেয়র প্রার্থী হতে অনুরোধ করা হলে, তিনি জোটের স্বার্থকে অগ্রাধিকার দেবার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহআবান জানান।
এসময় ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক টেলি করফারেন্সে জেলা নেতা-কর্মীদের আবেগকে সম্মান জানিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে এক যোগে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নুরুল ইসলাম, রেজাউল করিম, শেখ সাবের মিয়া, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ইকবাল হোসেন, শফিকুর রহমান নুসু মিয়া, সালমা আক্তার প্রমুখ।