আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ১৫৩ শিক্ষার্থী বৃত্তি পেয়ে উর্ত্তীন হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭২ ও সাধারণ কোঠায় ৮১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ জন, সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ৫ জন,ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন,দাতমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ জন,নাসিরপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন,চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন,কাঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন,রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন,কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন,বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন, সিংহগ্রাম (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন,গোর্কণ ইউনিয়নের গোকর্ণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন,নুরপুর লাহাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন,সূচীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন,জেঠাগ্রাম পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন,চাপরতলা ইউনিয়নের চাপরতলা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন, ভলাকুট ইউনিয়নের ভলাকুট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন,বালিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন ,ভলাকুট কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন,গোয়ালনগর ইউনিয়নের লালুয়ারটুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, কুন্ডা ইউনিয়নের কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ জন,মছলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, ফান্দাউক পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন, করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সাধারণ কোঠায় নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নে ৬টি,চাতলপাড় ইউনিয়নে ৬টি,ভলাকুট ইউনিয়নে ৫টি, কুন্ডা ইউনিয়নে ৬টি, গোয়ালনগর ইউনিয়নে ৬টি,বুড়িশ্বর ইউনিয়নে ৭টি,ফান্দাউক ইউনিয়নে ৬টি,চাপরতলা ইউনিয়নে ৫টি,গুনিয়াউক ইউনিয়নে ৭টি,গোর্কণ ইউনিয়নে ৬টি,পূর্বভাগ ইউনিয়নে ৭টি,হরিপুর ইউনিয়নে ৭টি , ধরমন্ডল ইউনিয়নে ৬টি সাধারন পুলে বৃত্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *