nasirnagar-picture-2
ি

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার ১৬ টি বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সবই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মোট ১৭ জন প্রতিদ্বন্দিতা করে ৮ জন কেবিনেট নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১ হাজার ৩শ ৫৬ জন শিক্ষার্থী। নির্বাচনে সম্মিলিত সর্বোচ্চ ভোট পেয়ে ৮ জন বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে দশম শ্রেণির ছাত্র- নুরুল আইন সানী (৭৫৮),দ্বিতীয় হয়েছে অষ্টম শ্রেনীর ছাত্রী-দীপ্তি চৌধুরী (৫৮৪), তৃতীয় হয়েছে সপ্তম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার তন্নী(৫১৮) চতুর্থ হয়েছে দশম শ্রেনীর ছাত্র রমজান মিয়া(৫০৪) পঞ্চম হয়েছে অষ্টম শ্রেনীর ছাত্র পল্লব সূত্রধর (৪৭৬),ষষ্ঠ হয়েছে অষ্টম শ্রেনীর ছাত্রী আনিকা তারনুম চৌধুরী(৪৬৩),সপ্তম হয়েছে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী তাহসিনা তাসনিম (৪২০) ও অষ্টম হয়েছে নবম শ্রেনীর ছাত্র কাজী রফিক (৩৯৪) ভোট পেয়েছে । প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দশম শ্রেণির ছাত্র সৃজয়ী সাহা রায়া । বিদ্যালয়ের ৬টি বুথের মধ্যে ৬ জন প্রিজাইডিং অফিসার,১২ জন পোলিং অফিসার,২ জন নিবার্চন কমিশনারের সাহায্যে ভোটের কার্যক্রম শুরু হয়।
নিবার্চন চলাকালীন সময়ে কেন্দ্রে প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্তিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া,অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রর্দশন,শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা,ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন শিখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সর্ম্পৃক করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা ও ক্রীড়া,সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *