মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
অর্থনৈতিক কেন্দীয় করণের কারনে মেনে নিতে হয় প্রিয় জনকে ছেড়ে যাওয়ার কষ্টকে। জীবিকার টানে যে লাখ লাখ মানুষ এই রাজধানী শহরে বাস করে। প্রিয় জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনেক ঝুকি ঝামেলা পেরিয়ে ঢাকা নামের রাজধানী শহরটাকে ফাঁকা করে দিয়েছে শেকড়রের টানে গ্রামেরর দিকে ছোটেন অগুণতি মানুষ। তবে সেই আনন্দ না ফুরোতেই আসে ফেরার ডাক। জীবন জীবিকার টানে ছুটেঁ আসতে আবার কর্মস্থলে ব্যাস্ততার ভীড়ে। তাই ঈদের দু-তিন দিনই যাদের ছুটি শেষ হচ্ছে তারা আজই ঢাকামুখী হতে শুরু করেছেন। ঈদ শেষে মানুষ ফিরতে শুরু করেছে কর্মস্থলে। চিরিরবন্দরে স্টেশন ও বাস টার্মিনাল ও রানীরবন্দর গ্রামীরশহর বাস টার্মিনালে এখন উপচে পড়া ভীড়।
তারা জানান ফিরতে ইচ্ছে না করলেও, জীবিকার জন্য আসতেই হচ্ছে এই শহরে। আবার অনেকে ফিরছে স্কুল-কলেজের ছুটি নেই বলে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ুরা ছাত্র মাসুদ আমাদেরকে জানান, ৬ দিনের ছুটিতে এসেছিলাম। আবার ফিরে যাচ্ছি যানযটের নগরীতে। পরীক্ষা আছে এজন্য ফিরতে হচ্ছে খুব তারাতারি।চিরিরবন্দর রানীরবন্দর বালাপাড়া নিবাসি সেলিম জানান, গ্রামের বাড়ি পরিবার প্রিয় জনকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। কিন্তুু কি করবেন চাকরি করি। আমার উপার্জন দিয়ে ১টি সংসার চলে। তাই যাই ইট পাথরের দেয়ালে। চিরিরবন্দর এর প্রায় ৭০ হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মস্থলে রয়েছেন।