মোরশেদ মানিক, বিরামপুর (দিনাজপুর) :
আবারো দিনাজপুর-৬ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় এমপি শিবলী সাদিক বিরামপুরে ফুলেল সংবর্ধিত দিয়েছেন আওয়ামীলীগ। ২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিরামপুর ঢাকা মোড়ে এমপি শিবলী সাদিককে ফুলেল সংবধনা দেওয়া হয়। উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষন দেন এমপি শিবলী সাদিক । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি নারু গোপাল কুন্ডু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওবায়দুল মিনহাজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির ভাষনে এমপি শিবলী সাদিক মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। তাকে মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের আয়োজনে যুক্ত সকলকে ধন্যবাদ প্রকাশ, বিরামপুরবাসী সহ দিনাজপুর ৬ আসনের সকল জনজনকে ধন্যবাদ প্রকাশ করে। তিনি অতীতের ন্যায় আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠান স্থলের আশেপাশে বিরামপুর সহ নবাবগজ্ঞ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার জনগন উপস্থিত ছিলেন।