মহাগুরু
==========
আমি কে আর কেবা আমি নাই তো পরিচয়
মানব রুপে জন্ম নিলেই মানুষ তারে নাহি কয়।
একদিন আমি স্রষ্টারে জিজ্ঞাসিনু আমার পরিচয়
স্রষ্টা বলে আমারই গুনগানে থাকবে ধরায়।
নিত্যদিন কর কর্ম মানবের কল্যাণে
হিংসা বিদ্বেষ দ্বিধা দ্বন্দে জড়াবেনা কোন কালে।
নিত্য সময় কর মোর আরাধনা
সর্বত্র আছি আমি
জন্মান্তরে শুভ কর্মে দর্শন দেব আমি।
যত জীব বিচরিত ধরায় সবার মাঝেই থাকি
সত্য যুগে নারায়ণ ,ত্রেতা যুগে রাম আর দ্রাপড়ে কৃষ্ণ রুপে
জন্ম-জন্মান্তরে ফিরে ফিরে আস তুমি।
যত্র জীব তত্র শিব শিব সুন্দরম
জাতি ধর্মকে বর্ম করে